ডাম ডাম ডিগা ডিগা
মন ও রে আমার মন
ওরে অচল মন
চল চলকে চল
জল ওরে ওঠই জল
ওরে তঠই জল
বল আমাকে বল
মনের ঢেউয়ে জলের ঢেউয়ে
রঙিলা হাওয়ায়
প্রেমের পাঁশি-কই ভেসে যায়
ভালোবাসি তোমাকে,
ভালোবাসি তোমাকে
ভালোবাসি তোমাকে, তোমাকে (x২)
যায় যায় উড়ে উড়ে যায়
আকাশ সীমায় ভেসে যায়
যায় যায় আলোয় উড়ে যায়
মেঘের ছাদোয়ায় ভেসে যায়
জলের ভেলায় প্রাণের খেলায়
প্রেমের দোতরায়
জলের তরি আনমনে গান গায়
ভালোবাসি তোমাকে,
ভালোবাসি তোমাকে,
ভালোবাসি তোমাকে, তোমাকে (x২)
মন ও রে আমার মন
ওরে অচল মন
চল চলকে চল
জল ওরে ওঠই জল
ওরে তঠই জল
বল আমাকে বল
মনের ঢেউয়ে জলের ঢেউয়ে
রঙিলা হাওয়ায়
প্রেমের পাঁশি-কই ভেসে যায়
ভালোবাসি তোমাকে,
ভালোবাসি তোমাকে,
ভালোবাসি তোমাকে, তোমাকে (x২)