ঠিকানা যা দিয়েছ খুঁজে পাইনি
ঠিকানা যা দিয়েছ খুঁজে পাইনি,
ঠিকানা যা দিয়েছ খুঁজে পাইনি
জানিনা কত খেলা খেলবে চিরকাল,
নতুন, নতুন
ঠিকানা যা দিয়েছ খুঁজে পাইনি,
ঠিকানা যা দিয়েছো খুঁজে পাইনি।
কোকিলা গান ধরে নি
বকুলের কুড়ি ফোটেনি,
পাতা শুধু ঝরেছে, সারা পথ ভরেছে
পাতা শুধু ঝরেছে, সারা পথ ভরেছে,
তবু তো ভেবেছি এল সেই ফাগুন,
ফাগুন, ফাগুন, ফাগুন
ঠিকানা যা দিয়েছ খুঁজে পাইনি,
ঠিকানা যা দিয়েছ খুঁজে পাইনি।
খেয়ালি যাই কর না
যেভাবেই তুমি চল না,
খেয়ালি যাই কর না
যেভাবেই তুমি চল না,
থেমে আমি যাবোনা
কোন ব্যাথা পাবোনা,
থেমে আমি যাবোনা
কোন ব্যাথা পাবোনা,
খুশিতে জ্বালাবো বুকেরই আগুন,
আগুন, আগুন, আগুন
ঠিকানা যা দিয়েছ খুঁজে পাইনি
জানিনা কত খেলা খেলবে চিরকাল,
নতুন, নতুন
ঠিকানা যা দিয়েছ খুঁজে পাইনি,
ঠিকানা যা দিয়েছ খুঁজে পাইনি।