টোপর মাথায় দিয়ে করবো তোকে বিয়ে
হে টোপর মাথায় দিয়ে
করবো তোকে বিয়ে
হে টোপর মাথায় দিয়ে
করবো তোকে বিয়ে
বেনারসি পরে চলে আয় [x২]
শানাই মনে বাজলো বিয়ের
নিয়ে যাবো তোকে বউ বানিয়ে [x২]
হে আসবো ঘোড়া চেপে
যাক জমক বিয়ের দেখে
ওলি গলি চর্চা করবে
আমার এবং তোর [x২]
আমি তোর দুলহে রাজা বাজাবি তোরা বাজা
ফাটবে বাজি নাচা-নাচি সার রাত ভোর
টোপর মাথায় দিয়ে
হে টোপর মাথায় দিয়ে
করবো তোকে বিয়ে
পালকি চড়ে আয়রে চলে আয়
শানাই মনে বাজলো বিয়ের
নিয়ে যাবো তোকে বউ বানিয়ে [x২]
শশুর আমার মতো
পাবে না শ্বশুর মশাই
ভগ্নিপতি আমার মতো
পাবে না তোর ভাই
রাখবো তোকে সুখে আগলে আমার এই বুকে
আমার মতো বর পেলে বর আর কি তোদের চাই
টোপর মাথায় দিয়ে
হে টোপর মাথায় দিয়ে
করবো তোকে বিয়ে
শ্বশুরবাড়ি আয়রে চলে আয়
শানাই মনে বাজলো বিয়ের
নিয়ে যাবো তোকে বউ বানিয়ে [x২]