টুইংকেল টুইংকেল লিটল স্টার
টুইংকেল টুইংকেল লিটল স্টার
শুনতে কি পাও তুমি গান তা আমার ?
টুইংকেল টুইংকেল লিটল স্টার
শুনতে কি পাও তুমি গান তা আমার ?
ওঠো ওঠো কথা শোনো ঘুমিও না আর
ঘুমিও না আর…
চাঁদ মামা উকি মেরে শোনো
আজকে কি মজা হলো জানো [x২]
আজকে বলেছে দাদা টিং টিং..
আমার লজেন্স দাদা টিং টিটি..
আজকে বলেছে দাদা
আমার লজেন্স দাদা
বলেছে তো খুশি হয়ে থ্যাঙ্ক ইউ
থ্যাঙ্ক ইউ
ভোর হলো সুজ্জি কি জেগেছো ?
লাল রঙা জামা গায়ে
আকাশটা বেয়ে বেয়ে উঠেছো ?
আজ আমি খুব হ্যাপি
দুম-দাম, দাপা-দাপি
ঝাপা-ঝাপি, লাফা-লাফি করবই
হাত ধরে খোপ করে
তোমাকে মুঠো ভরে
ধরে আমি টপ করে গিলবই
নেচে নেচে গাইবই
তা না না তানা নানা
তাহই তাহই থই
হলুম করব আমি করব না মিউ মিউ
শুনেছি যে আজ রাতে
থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ..