ঝিলমিল চোখ যায় চোখ তোর
ঝিলমিল চোখ যায় চোখ তোর
মেঘেতে ছড়ানো রোদ্দুর
তোতো-দূর দেখা যায় আমার আকাশ
যদি ফুল চাও দিতে পারি
পারি এনে দিতে নদী
তারা ছুঁয়ে আলো দেবো
দেবো প্রজাপতি…
চাই আকাশ ছুঁতে হাত বাড়িয়ে
চাই ইচ্ছের রঙ-তুলি সাজিয়ে
মেলে দিতে আমার দানায়…
ছোট কিছু কথা এলোমেলো..
সীমানা পেরক এবার আশা গুলো..
পেরেছি আমি আজ পেরেছি
মুঠোয় রোদ্দুর ধরেছি
ধরেছি তোমার আকাশ
স্বপ্নে আকাশ ছোঁয়া..
হ্যাপি হ্যাপি পেরেন্টস ডে