জানতে যদি চাও কতটা তোমার – Mohammed Irfan
জানতে যদি চাও কতটা তোমার
একটু থেকে যাও এই মনে আমার (২ বার)
কেন ঘুম ভাঙিয়ে
দূরে থাকো হারিয়ে
কেন ঘুম ভাঙিয়ে
দূরে থাকো হারিয়ে
তাই ক্ষণে ক্ষণে আনমনে
তোমায় শুধু খুঁজি বার-বার
জানতে যদি চাও কতটা তোমার
একটু থেকে যাও এই মনে আমার (২ বার)
তোমার জন্যে সাজানো স্বপ্নে
একা দিন-যাপন
বলো না কবে শুরু যে হবে
প্রেমের আলাপন (২ বার)
জুড়ে আছো নিশিদিন
থাকবো বেঁধে চিরদিন (২ বার)
তাই ক্ষণে ক্ষণে আনমনে
তোমায় শুধু খুঁজি বার-বার
জানতে যদি চাও কতটা তোমার
একটু থেকে যাও এই মনে আমার (২ বার)
তোমার জন্যে মনের অরণ্যে
নেমেছে শ্রাবণ
খুশির আবেশে আকাশে ভাসে
প্রেমের সাতকাহন (২ বার)
ভিড়ে কিংবা নির্জনে
তোমার ছোঁয়া সবখানে (২ বার)
তাই ক্ষণে ক্ষণে আনমনে
তোমায় শুধু খুঁজি বার-বার
জানতে যদি চাও কতটা তোমার
একটু থেকে যাও এই মনে আমার (২ বার)