জলের দাগে আঁকা ছবি
জলের দাগে আঁকা ছবি
ঝাপসা চোখে অবুঝ হাসি
বিষণ্ণতা… ঘিরে.. থাকি
জড়িয়ে মন, শীতল পাতা..[+২]
আ আ আ…
এই-সব এখন, কথার কথা
খালি যায় খরস্রোতা
নদীর কাছে জমে আছে
বুকের পাথর বৃথাই খোঁজা
গোপপন রাখে, নদীর কাছে
গভীর সেই কত কোটি
বিষণ্ণতা… ঘিরে.. থাকি
জড়িয়ে মন, শীতল পাতা..
আ আ আ…
ফিরে আসি, বারি বারি
ফেরা-রি তো কথা ছিল
যা কিছু ভুল.. ভুলের হিসেব
স্রোতের টানে ভেসে গেল
জলের দাগে আঁকা ছবি
ঝাপসা চোখে অবুঝ হাসি
বিষণ্ণতা… ঘিরে.. থাকি
জড়িয়ে মন, শীতল পাতা..
আ আ আ…