জলেনি আলো আমার জলেনি আলো
জলেনি আলো..
আমার জলেনি আলো অন্ধকারে
দাও দাও দাও-না সার কী তাই
বারে বারে..
আমার জলেনি আলো
তোমার বাঁশি, তোমার বাঁশি,
আমার বাজে বুকে
কঠিন দুখে, গভীর সুখে
যে জানে না, যে জানে না পথ
হারাও তাকে
দাও দাও দাও-না সার কী তাই
বারে বারে..
জলেনি আলো..
চিরই-রাতের আকাশ পানে
মন যে কী চায় তা মনই জানে
আমার মনই জানে [x২]
আশা জাগে, আশা জাগে কেনো
আকরণে, আমার মনে খনে খনে
বেথার টানে তোমায় আনবে ডারে
দাও না, দাও-না সার কী তাই
বারে বারে..
আমার জলেনি আলো
আমার জলেনি আলো অন্ধকারে
দাও না..