জমের রাজা দিলো বর Lyrics (Title Song ) – Silajit Majumder
আয় এই দিকে
বল না আমায় বল দেখি কি চাষ
ঝুম পা, ঝুম ঝুম পা
বাড়ছে খিদে বাড়ছে ব্যথা
যৌন তারণা
ঝুম পা, ঝুম ঝুম পা [x২]
তোর এটা চাই ওটা চাই যেটা ফাঁস
সেটা ভাই দরকার নেই তাই বল না
বল না, বল না
পেটে খিদে মুখে লাজ
বিনা মেঘে পড়ে বাজ
দরকার কি তাই বল না
বল না, বল না
জমের রাজা দিলো বোর
জমের রাজা দিলো বোর [x২]
যত দম তত কম নেশা করে বলে জম
জমের-ও দ্বার আছে কাটা আছে তাদেড়
ভাই বোনে মিলেমিশে থাকে একসাথে
তারা ব্যাক সিট-এ বসে
তারা রাখে দুধে ভাতে
তারা কোন খানে যাবে তারা কোন সুরে গাবে তারা
কোথায় লুকাবে বলো মূর্তবাসীরা ভাই
কঙ্কাল প্রজাদের কোজাগরি যমরাজ
এই কথা মনে রেখে
কোথায় হারিয়ে যায় সকাল হলেই তাই
কোথায় লুকিয়ে পড়ে চতুর্দশী রাতে
নরমুণ্ড আর বন্দুক হাতে তারা
ঘুমিয়ে ঘুমিয়ে শুধু ব্যাক ইট ব্যাক
আয় এই দিকে
বলছি তোকে মন দিয়ে তুই শোন
সবার শেষ বোর পাবি তুই
তোর মনের মতো [x২]
তবে জেনে রাখ শুনে রাখ
বুঝে দেখ ভেবে দেখ সামলাতে কি পারবি তুই
পারবি তুই, পারবি তুই ?
পুরে যেতে পারে হাত ভেঙে যেতে পারে দাঁত
সামলাতে কি পারবি তুই – হি হা হা হা..
জমের রাজা দিলো বোর
জমের রাজা দিলো বোর [x৩]