ছুঁয়ে ছুঁয়ে দেখি – Iman Chakraborty
হারানো দিনের মুখ
গরম হাওয়ায় ভর করে
ভাসবো বা ছায়ার শহরে
ছুঁয়ে ছুঁয়ে দেখি
ছুঁয়ে ছুঁয়ে দেখি
আঁধারে পাহাড় জুড়ে
অচেনা ভাষায় কথা জ্বলে
জ্বালানি অজস্র জোনাকি
ছুঁয়ে ছুঁয়ে দেখি
ছুঁয়ে ছুঁয়ে দেখি
ছুঁয়ে ছুঁয়ে দেখি
ভাবি তুমি ছিলে না কখনো
নেভানো চোখের মাঝে
দিনান্তে মরুভূমি শোনো (২ বার)
শোনো আমি অন্ধ স্বপ্ন বেচি
ছুঁয়ে ছুঁয়ে দেখি
ছুঁয়ে ছুঁয়ে দেখি
ছুঁয়ে ছুঁয়ে দেখি
হারানো দিনের মুখ
গরম হাওয়ায় ভর করে
ভাসবো বা ছায়ার শহরে
ছুঁয়ে ছুঁয়ে দেখি
ছুঁয়ে ছুঁয়ে দেখি (৩ বার)