ছদ্দবেশ – Raj Barman
যুদ্ধ শেষ তবু ভাঙছে বেরা
মেঘ বাতাস অন্য দেশ…
আর ডাকছে আকাশ আজ বিদায় সব শেষ
ক্লান্ত মন দিচ্ছে পাড়ি
আলগা করে পিছু-টান
ছাপ থাকছে তবু বেবোধান
থাকনা অন্তহীন
ভাবনা-রা পরাধীন
পড়ে আজো একা রোদে
তোর আবেশ..
হয়তো তাই ফিরবে ঘরে
ছদ্দবেশ..ছদ্দবেশ
ছদ্মবেশ.. ছদ্মবেশ
জানি ঢাকবে মেঘে চাঁদ
আর শত্রুদের *
ডাকবে আমায় আড়ালে
নির্দেশ..
হয়তো তাই ফিরবে ঘরে
ছদ্দবেশ..ছদ্দবেশ
ছদ্মবেশ.. ছদ্মবেশ
বে-নামি স্মৃতি-রা
মিশে যাচ্ছে যেনো অন্ধার
দু-স্বপ্নের আনা-গোনা
তোর নামে পাড়া-পার
সব শূন্য করে কেনো
হয়ে গেলি তুই আজ ফেরার
মিলে মিশে স্বপ্ন শেষে
পড়ে থাকছে অন্ধকার
তবু একবার সঙ্গী হবো
মিল করলে তুই আবেশ
ছদ্দবেশ..ছদ্দবেশ
ছদ্মবেশ.. ছদ্মবেশ
জানি ঢাকবে মেঘে চাঁদ
আর শত্রুদের *
ডাকবে আমায় আড়ালে
নির্দেশ..
হয়তো তাই ফিরবে ঘরে
ছদ্দবেশ..ছদ্দবেশ
ছদ্মবেশ.. ছদ্মবেশ