চোরাবালি চোর পথে
সন্ধ্যে গুমোট এখন
চোখের জল শুকিয়ে দাও
ধুঁধেয় পড়েছে চরণ
তার কলহোল ফিরিয়ে নাও
এই হিসেবি সময়
একা একাই পুরে যাক
আর সন্ধিন সময়
ধূসর চাই উড়ে যাক
লালছে চোখের ঢালছে
কিসের বিষ হাওয়া-তে
কালছে দিনে-রা কালছে
চোরাবালি চোর পথে..
এই হিসেবি সময়
একা একাই পুরে যাক
আর সন্ধিন সময়
ধূসর চাই উড়ে যায়
মনে কোনো ভাষা নেই
খোঁটোদের নীল পাথরে-রা
ডুবে যায় জলের দেহ-তলে
কাঁড়া ধরা পড়ে যায় সে জলে..”