চেনা চেনা মুখ অচেনা এ মন
চেনা চেনা মুখ অচেনা এ মন
টুকরো লাগে ভেঙে যায় যখন তখন
এই অসময় কেউ কারো নয়
কাউকে কি কখনো পুরো চেনা যায়..
ও হো.. চেনা চেনা মুখ অচেনা এ মন
টুকরো লাগে ভেঙে যায় যখন তখন
এই অসময় কেউ কারো নয়
কাউকে কি কখনো পুরো চেনা যায়..
পরছে তাকে মনে…
এই শহরে কোণে কোণে
তবু পরছে তাকে মনে..
এই শহরে কোণে কোণে…
খুঁজে খুঁজে যাই হারিয়েছি তাই
বুঝে গেছি তাকে ছাড়া আমি একলাই
ভেজা যে চোখ মুছাবেতো সেই
পথ চেয়ে মনগুলো বসে থাকবেই…
আর পরবে তাকে মনে
এই শহরে কোণে কোণে
আর পরবে তাকে মনে
এই শহরে কোণে কোণে…..