চুপি চুপি মন প্রেমে পড়েছে – Imran & Kheya
চুপি চুপি মন প্রেমে পড়েছে
মনোরি কোণে সুখ জমেছে (x2)
হো.. আমর আমি নেই
কি যে হলো
অজানা খেয়ায় মন ভেসে চলে গেছে
প্রেমে পড়লে হয় কি এমন
ভাবনা গুলো যেন ঘিরে থাকে সারাক্ষণ
হো.. কখন অজান্তে হৃদয়ের প্রান্তে
অনুখনে চলে তোমার বিচরণ
তুমি যেন বুকের মাঝে খানে
জুড়ে আছো প্রয়োজন
চুপ চুপে মন প্রেমে পড়েছে
মনোরি কোণে সুখ জমেছে
ভালবাসা ছুঁয়েছে এ মন
তোমারি তরে আজ হয় যত আলোকরন
হো.. মনোরি সীমান্তে দিন ও দিনান্তে
তোমাকেই চাই এ জীবন ও মৃত্যু
জানি আমি প্রতিটি নিশ্বাসে
মিশে থাকো প্রতিক্ষণ
ও চুপ চুপে মন প্রেমে পড়েছে
মনোরি কোণে সুখ জমেছে
হো.. আমর আমি নেই
কি যে হলো
অজানা খেয়ায় মন ভেসে চলে গেছে