চুপি চুপি দুজনে আজ উড়ে যাই
কি হলো জানো কি তুমি ?
কখনো হবে ভাবিনি
মন হাই গেলো হারিয়ে আজ কোথায়
চলো যাই স্বপ্ন কুঁড়েতে
গুটি পায়ে এক সাথে হেটে
যেখানে ইচ্ছে-রা সব চুপটি, ঘুমায়
আজ হারিয়ে যাওয়ার সময় এলো
আজ উড়ে যাওয়ার সে ক্ষণ ডাকে আমায়
চুপি চুপি দুজনে আজ উড়ে যাই
এই দিন যদি না খুঁজে আর পাই
কি জানি কি পাই বা কি হারাই
ভেবে দেখো না (x2)
জান্তে বলো তুমি কি মানতে বলো
যে তুমি আর আমি এমন ভাবে এক হবো..
জানি না যে কেনো এতো লাগে ভালো
কি হবে আমার তুমি একটু ভাবো..
আজ হারিয়ে যাওয়ার সময় এলো
আজ উড়ে যাওয়ার সে ক্ষণ ডাকে আমায়
চুপি চুপি দুজনে আজ উড়ে যাই
এই দিন যদি না খুঁজে আর পাই
কি জানি কি পাই বা কি হারাই
ভেবে দেখো না (x2)
দিন যে গুনি বসে খালি স্বপ্ন বুনি
যা ছেড়া মেঘের কোলেতে রেখে যাই
নামবে ধারা যবে তুমি দেবে ধরা
সে আমারি বোনা স্বপ্ন জালের মাঝে
আজ হারিয়ে যাওয়ার সময় এলো
আজ উড়ে যাওয়ার সে ক্ষণ ডাকে আমায়
চুপি চুপি দুজনে আজ উড়ে যাই
এই দিন যদি না খুঁজে আর পাই
কি জানি কি পাই বা কি হারাই
ভেবে দেখো না (x2)