চিনে ফেলেছি রাস্তাঘাট হাইওয়েতে নামেই
চিনে ফেলেছি রাস্তাঘাট
হাইওয়েতে নামেই
ছুঁটে চলেছে দোকান পাথ
আমরা যে কে সেই
টিনে টিনে আজ নয় কি ছয়
হলে হোক রং রুটেই
হাতে রয়েল মফস্বল দেখে নেবো লং শুটে
দেখো এখন ছুটিতে আছে চিন্তারা
না না এখন রুটিন কি চাই হবে..
যাই বলো ইচ্ছের এখন পাঁচতারা
এসে পড়েছি আলোর এক উৎসবে ওহ..
মন তো পা বাড়িয়েই আছে
এসেছে হৈ হৈল্লোর দিন
এসেছে নকশি কথার সিন
উঠেছে ফুল স্পিড চার চাকায়
হো.. উড়ু উড়ি অন্তহীন [x২]
যেতে মন অভিষারে চায়
দাড়িয়ে সে কূল কিনারায়
নিজেকেই ওকেয়াল তাকায়
জাগে গান আয়না তাকায়
যেতে মন অভিষারে চায়
দাড়িয়ে সে কূল কিনারায়
চুপি চুপি চলুক ইচ্ছে হলে বলুক
হাতে পায়ে দুরন্ত
এলো মেলো ভাজে হাওয়া চাওয়াচে
মনটা উড়ন্ত [x২]
দেখো এখন ছুটিতে আছে চিন্তারা
না না এখন রুটিন কি চাই হবে
যাই বলো ইচ্ছের এখন পাঁচতারা
এসে পড়েছি আলোর এক উৎসবে ও..
মন তো পা বাড়িয়েই আছে..
এসেছে হৈ হৈল্লোর দিন
এসেছে নকশি কথার সিন
উঠেছে ফুল স্পিড চার চাকায়
হো.. উড়ু উড়ি অন্তহীন [x২]