চার দিনেরই লাইফ মাস্তী মাঙ্গে রে – SHAAN
স্টাইল দেখে স্মাইল মেরে
কন্যা হলো ফিদা
হতে পারি কলির কানাই
হশ যদি তুই রাধা
হে যে নামেই ডাক না আমায়
আমি তো দিলওয়ালা-রে
চার দিনেরই লাইফ মাস্তী মাঙ্গে রে
চার দিনেরি লাইফ দোস্তি মাঙ্গে রে
চার দিনেরি লাইফ মাস্তী মাঙ্গে রে
ইচ্ছেকরে দূরের নীল আকাশে
নিরুদ্দেশে যেতে হাওয়ায় ভেসে (x2)
আজকে আবার মোনা যেনো
স্বপ্ন ফেরিওয়ালা রে
চার দিনেরি লাইফ মাস্তী মাঙ্গে রে
চার দিনেরি লাইফ দোস্তি মাঙ্গে রে
চার দিনেরি লাইফ মাস্তী মাঙ্গে রে
সবুজ বনের মায়া হাত-ছানি তে
মন যে চায় ওই মায়ায় ছুটে যেতে (x2)
তুই যদি চাস হতে পারি আমি পথ ভুলা রে
চার দিনেরি লাইফ মাস্তী মাঙ্গে রে
চার দিনেরি লাইফ দোস্তি মাঙ্গে রে
চার দিনেরি লাইফ মাস্তী মাঙ্গে রে