চাপা মনের ইচ্ছে গুলো দিচ্ছে উকি
চাপা মনের ইচ্ছে গুলো দিচ্ছে উকি
বাড়ছে হার্টবিট আমি নিচ্ছি ঝুঁকি
মন উড়ছে আজ
খামখেয়ালি দানা মেলে
হাত বাড়িয়ে আজ এত খুশি কাছে এলে
করবো কি হায় আমি আমায়
বলবো কি হায় আমি তোমায়
প্রেম দিয়েছে যে খবর আজ
বসন্ত ফুল ফুটুক না ফুটুক
ইটস বসন্ত [x২]
জানি না কোথায় ইচ্ছে পাড়ি দেয়
চোখ রাখি যে তার পাহাড়ায়
দিবানিশি মন করছে সাতকাহন
জলছি চেনা মিষ্টি যন্ত্রণায় [x২]
চাওয়া পাওয়া মনরি আজ অনন্ত
ফুল ফুটুক না ফুটুক
ইটস বসন্ত [x২]
হাত তা ধরে তার
চলবো যে আবার
এই কেমন পাগলামি আবার
শোনে না বারণ ছন্ন ছাড়া মন
হনিই হয়ে করছে হাহাকার [x২]
ডাকছে আয় বলছে ঐ নীল দিগন্ত
ফুল ফুটুক না ফুটুক
ইটস বসন্ত [x২]
চাপা মনের ইচ্ছে গুলো দিচ্ছে উকি