চাঁদ ভেসে যায় আকাশে
চাঁদ ভেসে যায় আকাশে
রোজ সে যেমন ভেসে যায় [x২]
শুধু আজ কি কারণ
কে জানে এখানে
তার নীল জোছনার অভিশাপ [x২]
মন খুঁজে পায় আঁধার
মেঘ কুয়াশা সরে যায় [x২]
এই রাত হঠাৎ-টি পায় অন্য চোখা
লিখে একটা নতুন কবিতা [x২]
রঙ মেখে নেয়
বেরঙীন এই জীবন
কেনো এই বেহিসাব
অভিনয় অকারণ [x২]
কোন সে সকাল বেলায় ইশারায়
পাখি তার উড়ান সাজে দু’দানায় [x২]
এই রাত হঠাৎ-টি পায় অন্য চোখা
লিখে একটা নতুন কবিতা
চাঁদ ভেসে যায় আকাশে..
রোজ সে যেমন ভেসে যায়..
মন খুঁজে পায় আঁধার..
মেঘ কুয়াশা সরে যায়..
এই রাত হঠাৎ-টি পায় অন্য চোখা
লিখে একটা নতুন কবিতা
শুধু আজ কি কারণ
কে জানে এখানে
তার নীল জোছনার অভিশাপ।