চল না বিয়ে করে ফেলি – Manikanchana
বোকা বৃষ্টির আকাশটা ছুঁকো
যেই তুই আজ কাগজের নৌকোতে এলি
চল না বিয়ে করে ফেলি
জলে ছেড়ে দেবো তাদের চোখি
আমার যত খুশি প্রেম পাক তোর ডাকে পেলি
চল না বিয়ে করে ফেলি
যেখানে ঘর হতে পারি
অবান্তর হতে পারি
আনি যে তোর হতে পারি
সব যেখানে ভুল হতে পারি
এপ্রিল ফুল হতে পারি
পুরোটা লোল হতে পারি
যে খানে রূপকথা শুরু হয়
লেখা দিয়ে সব সম্ভব
চল না বিয়ে করে ফেলি
বোকা বৃষ্টির আকাশটা ছুঁকো
যেই তুই আজ কাগজের নৌকোতে এলি
চল না বিয়ে করে ফেলি
চল না বিয়ে করে ফেলি