চল খুঁজে নিবি চল
চল খুঁজি
চল খুঁজে নিবি চল
মেঘ ছিঁটি, হুঁ.. খালি ঘোলা জল
যত কিছু টুকরো ধূলো
ফেলে আসা রাস্তাগুলো
পায়ে পায়ে বয়স উড়ো সব কলরোল
শীতের রোদ আঁচার ছুরি
নেড়া ছাঁদ বগ্গা ঘুরি
টিফিনের মশলা মুড়ি খুঁজে নিবি চল
চল খুঁজি
চল খুঁজে নিবি চল
শোনা মুরো দুপুর
রোদের হলুদ রুমাল
বাবুই পাখির বাসা
ঝোরে খুব বেশামাল
ক্লাসরুম চোখের ডাকে
ঘুম ঘুম বইয়ের ফাকে
নীল খাম লুকিয়ে রাখে বুক তুলমুল
এক ছুটে পলাশিনী
আলগোচে হৃদয় চিনি
তোক ছুঁয়ে ছুটির দিনে প্রেম করি চল
ও.. চল খুঁজি
চল খুঁজে নিবি চল
নতুন বছর আসে
মেলায় রঙিন মুখশ
কাঁচের চুরির ভীরে
হারাই আমার কী দোষ
সাইকেল উর্ধ্বশ্বাসে
জঙ্গল নদীর পাশে
হয় ভয় সর্বনাশে
ঠোঁট চুবি চল
ইস্কুল বাড়ির ছাদে
আম্রের টকঝাল স্বাদে
ঝুপ করে কী আহ্লাদে খুব চঞ্চল..
ও.. চল খুঁজি
চল খুঁজে নিবি চল