চলো পাল্টাই – STAR JALSHA THEME SONG
আমি আকাশের তারা গুনে স্বপ্নকে পাই
টুপ করে খসে পড়ে শহরের বুকে
উচু নিচু মুখ কিছু পিছনে তাকাই
খুঁজে পাই সব বন্ধুকে
আমাদের ছোট নদী বড় হলো কবে
গল মেরে জিতে করলিজে সোধ
আমরাও পড়ে যাব, আমদেরও হবে
কি বলছে বাংলার মুখ
**চলো পাল্টাই**
আজ ডাকছে তোমায় নতুন বাঙালি
**চলো বদলাই**
হোক পয়েই লেখা পথের পাঁচালি
**চলো পাল্টাই**
আজ জলসা শুরু নতুন বাঙালি
**চলো বদলাই**
আজ বৃষ্টি মাখি দু-হাতে খালি
হো.. হোহো…
হেই আমি ধ্রুব কেটে হাত রেখে
হাঁটি শর্টকাটে
মাঝে মাঝে উড়ে চলি মোহাকাশ জানে
জলে আছি মলে আছি
আছি রামপথে
খুঁজে পাই জীবনের মানে
**চলো পাল্টাই**
আজ জলসা শুরু নতুন বাঙালি
**চলো বদলাই**
আজ বৃষ্টি মাখি দু-হাতে খালি
হো.. হোহো…
আমি ঘুড়ো হাওয়া
ছোট ছোট পাওয়া
কিছুতেই হারবো না আমরাও জানি
মেঘ গেছে বলে
রোদ, ঝড়, জলে
দিন বদলের হাঁটছি আমরা
**শুধু পাল্টাই…**
**শুধু বদলাই…**
আমি কাগজের নৌকো
চড়ি বাবু ঘাটে
কফি শপ গড়ে রঙ
নতুন স্লোগানে
জিন্স পরা পা ফেলি
নতুন চৌকাঠে
আগামীর এই ময়দানে