চলো না হারাই দূরে কোথাও একসাথে প্রণয়ে
কতদিন হয়নি দেখা
কতদিন দূরে থাকা (x2)
কতটা অভিমান
জমে আছে দু-চোখে
কিছু চাই না আজ
আর জীবনে
চলো না হারাই দূরে কোথাও
একসাথে প্রণয়ে
চলো না বাঁধি স্বপ্ন আজ
ডুবে যাই এক চাদরে (x2)
যে ফাগুন আগুন জ্বালায় মনে
নিভে যাবে কি কোনো এক
ঝড়েরও কারণে
মেঘের আনা-গোনা হবে কি মনে
যেখানে যাব না ফিরে জীবনে
কতটা অভিমান
জমে আছে দু-চোখে
কিছু চাই না আজ
আর জীবনে
চলো না হারাই দূরে কোথাও
একসাথে প্রণয়ে
চলো না বাঁধি স্বপ্ন আজ
ডুবে যাই এক চাদরে (x2)
শিল্পীঃ তাহসান