চলো উড়ে যাই হাত বাড়াই শূন্যতায় – Prithibi Band
এই সময় লড়ে যাওয়ার, পরে পাওয়ার
কিছু মুখ দুঃখ সুখ
বেঁচে খাওয়া কবি তাই
একটা ঘরে ছারতে দেওয়াল
পাঁচটা মানুষ থাকবে চিরকাল
অপসে বিবাদে ক্ষতি নেই
গতি নেই একলা হেঁটে
তবু সারারাত বিবাগী মন্ত্রে
সরোজন্ত্রে কাঁটছে সময়
জবতীয় দণ্ড লাগছে না মন্দ
কাঁটছে কটুক লাগছে না ভয়
চলো উড়ে যাই হাত বাড়াই
শূন্যতায়…
যেখানে একটাই আকাশ একটাই অবকাশ
বন্ধুতায়.. (x২)
ভাবিনি হেরে যাওয়া
ফিরে পাওয়া আসলো আমায়
কত রাত অভিমান
পিচুতান কান্না ভেজা
আসবে ভোর ঘুম চোখ
হেসে বলে এখনই সময়
যদি কখনো মনে পড়ে আমাকে
চিঠি দিও এই ঠিকানায়
তবু ছেড়ে যায় কখনো এই কাঁধ
দু-সংবাদ নিতে পারছি না আর
কত করব ওহেতুক লড়ব
চেনা চোখেই যখন দেখি সংশয়
চলো উড়ে যাই হাত বাড়াই
শূন্যতায়…
যেখানে একটাই আকাশ একটাই অবকাশ
বন্ধুতায়.. (x৩)