চলো আরেকবার উড়ি
সকালে রোদে তুমি আমি
হাঁটবো পথ হারা
নিয়ম ভেঙে তুমি আমি
বলবো সব কথা..
রংধনু বাতাসে তুমি আমি
হাসবো সারাক্ষণ
আলোর মিছিলে তুমি আমি
আসবো প্রতিক্ষণ
মুহূর্ত হাসবে যতই আড়ালে থাকি তবুও
সুখের মোলাতে গাইবো আনমনে তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার হারাই.. তুমি আর আমি
চলো আর একবার উড়ি
চলো আর একবার ভাসি
চলো আরেকবার কাছে আসি
শুধু তুমি আর আমি
জোছনার আগুনে তুমি আমি
পুড়বো সারারাত
ঝড়ো বাতাসে তুমি আমি
ভিজবো সারারাত
সুখ ওড়াবো আসুক যতই অভিমানে
সুখের বুনো স্রোতে গাইবো আনমনে
মুহূর্ত হাসবে যতই আড়ালে থাকি তবুও
সুখের মোলাতে গাইবো আনমনে তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার হারাই.. তুমি আর আমি
চলো আর একবার উড়ি
চলো আর একবার ভাসি
চলো আরেকবার কাছে আসি
শুধু তুমি আর আমি