চলে চলে যা আমায় চাইলে ভুলে যা
চলে চলে যা
আমায় চাইলে ভুলে যা
চাইলে কথা দে
ছেড়ে একলা যাবি না (x3)
তোর কাছে ভোর হোক আমি চাই
তোর কাছে ঘুম নামুক আমি চাই
আয় হঠাৎ একফালি মেঘ হয়ে
আয় হঠাৎ ছলকানো আবেগ হয়ে
তোর কাছেই বলবো সব
আয় না তুই শুরু আমার
শেষ হয়ে..
তোর কাছে ভোর হোক আমি চাই
তোর কাছে ঘুম নামুক আমি চাই
তোর নামে শান্তি পায় মন আমার
তোর সাথে থাকতে চায় দিন আমার
তোর হাতে লাল গোলাপ..
হয় কারণ সব আরাম
সব ব্যথা হোক
তোর কাছে ভোর হোক আমি চাই
তোর কাছে ঘুম নামুক আমি চাই