চলে আয় এমনি করে
বলেছে চুপি চুপি হাওয়া কোনো এক
দু দিনের মেলা মেশা করে কি দেখ
খুনশুটি শরবেলা সাজানো শহর
এনেছে কাছাকাছি আজ আমাকে তোর
উড়ানে.. উজানে.. চলে আয় এমনি করে
কাজে মন নেই, তোর জন্যই
একি করলি যে কি বল
হাওয়া দিচ্ছে, হলো ইচ্ছে
আজ দেখা করি চল [x২]
উড়ানে.. উজানে.. চলে আয় এমনি করে
রাস্তা আঁকা বাঁকা চৌনিতে ঢাকা
তুই এলে বেঁচে ভর্তে যাই
কত না কথা নিজেকে বলি
তারি তো দিয়েছি দোহাই [x২]
মুশলধারের.. বীণা-মোতে
মিশে যায়.. আজ তুই আমাতে
উড়ানে.. উজানে.. চলে আয় এমনি করে
কাজে মন নেই, তোর জন্যই
একি করলি দেখি বল
হাওয়া দিচ্ছে, হলো ইচ্ছে
আজ দেখা করি চল [x২]
বলেছে চুপি চুপি…