চলছে রোজ আমার খোঁজ

আগুন জল শহর টোল
ডাকছো কেউ নিরব ঢেউ
এখানে বিষ শহর নিশ
অলিতে গলিতে শহর-তলিতে
আকাশে মাটিতে কিসের ডাক
বাঁশু সাতারে নিঁয়ন বহরে
আমার স্বাস গুলো মুক্তি পাক
চলছে রোজ আমার খোঁজ
চলছে রোজ আমার খোঁজ [x২]

ক্লান্ত রাত নিঃশ হাত
মুখোস মুখ স্বপ্ন সুখ [x২]

ভেঙে যায় রাত কে পায়
কাঁপনে জাগরে মিচিলে ব্যারিকেডে
ঘাম রক্তে কিসের ডাক

চলছে রোজ আমার খোঁজ
চলছে রোজ আমার খোঁজ [x২]

তবুও ফিরে দেখি
কখনো রাত ফুরে
একটা মায়া আলো এখনো ঠিক
আমাকে ডেকে বলে ফিরতে হবে পথে
তোমার আমি কে সঙ্গে নিক [x২]

সঙ্গে নেব চলো আমার আমি কে
আমির অবকাশে অন্য *

চলছে রোজ আমার খোঁজ
চলছে রোজ আমার খোঁজ [x২]

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *