ঘুম ভাঙা এই সকালে
ঘুম ভাঙা এই সকালে
রোদ্দুর হাসে দূর ওই নীলে
সুখ-পাখি ডিক দানা মেলেছে
সুর জাগে বনবাসী পালে [x২]
মেঘলা চিন্তা ধুমকা ঝরে উড়ে যায়
কানা ভেজা চোখটা দিশা দেখতে চায় [x২]
কবিতা চাঁদো খুঁজে পায়
ফুল বনে গন্ধ ভরে যায়
ঘুম ভাঙা এই সকালে
রোদ্দুর হাসে দূর ওই নীলে
সুখ-পাখি ডিক দানা মেলেছে
সুর জাগে বনবাসী পালে
ছোট্ট ছোট্ট কল্পনারি জলবুনে
ইচ্ছে-নদী দিচ্ছে পাড়ি আনমনে [x২]
না বলা কথা বলে যায়
অচেনা এই মনটা গোপনে
ঘুম ভাঙা এই সকালে
রোদ্দুর হাসে দূর ওই নীলে
সুখ-পাখি ডিক দানা মেলেছে
সুর জাগে বনবাসী পালে