খেলনা বাটি রান্না – Anupam Roy
তুমি ডাকলে আসছি, ভালো লাগলে হাসছি
মন ব্যথা চোখ ভরে কান্না..
এক শিরি ভাঙা, কুমির-ডাঙা
ও সব খেলনা বাটি রান্না..
একি আশায় চলছি
একি ভাষা বলছি
ছোট মুখে বড় কথা আর না
তুমি ডাকলে আসছি, ভালো লাগলে হাসছি
মন ব্যথা চোখ ভরে কান্না..
এক শিরি ভাঙা, কুমির-ডাঙা
তবু সব খেলনা বাটি রান্না..
কিছু বানানো হয় নি আমার মাপে
অনেক নিচুতে কুড়িয়ে বাঁচার ঠ্যাঁটা, অভিশাপে
তোমাদের চোখে, আমরাই লিলিপুট
গোছানো শহরে, অন্য গ্রহের নিতান্ত বিদঘুট
অনেক হয়েছে এবার হাত ধরা….
এবার হাত ধরা..
এক শিরি ভাঙা, কুমির-ডাঙা
ছোট মুখে বড় কথা আর না
তুমি ডাকলে আসছি, ভালো লাগলে হাসছি
মন ব্যথা চোখ ভরে কান্না..