ক্যান্টিনে মরুভূমি খোরা লাগে ক্লাসে
ক্যান্টিনে মরুভূমি খোরা লাগে ক্লাসে
ক্যাম্পাসে প্রীতি আমার ইতি-উতি ভাসে
আমার এমন তোর মনের দোষ গো
নয় নয় করে-ও আমি তরি পথ চেয়ে
তরি আশায় বসে কমন রুমে গিয়ে
তুই হেসে উড়িয়ে দিলি আমায় গো
(তোর কেমন তোর মনের দোষ গো)
আর কবে পাবো তোর হৃদয় খোলার চাবি
যাবি-রে যাবি তুই সঙ্গে কবে যাবি (x২)
আমি তরীতহত, খত বিখ্যাত
ঝাঁপ দিয়েছি প্রেম-জমুনায়
শেষবারের মতো-রে
তোর চোখে প্রজাপতি উড়াল উড়াল করে
মর বুকে প্রীতি আমার বিষম খেয়ে মরে
আমার এমন তোর মনের দোষ গো
(তোর কেমন তোর মনের দোষ গো)
বুঝবি তুই কীসে আমার কি জ্বালা এই বিষে
কই-মাছে মারে কাঁটা
পাই না খুঁজে দিশে আমি
বুঝবি তুই কীসে আমার কি জ্বালা এই বিষে
সারা-রাতি জেগে আমি চেয়ে মহাকাশে
আমার উথাল-পাথাল বিলে,
আজ আমারে খায় গিলে
মন নিয়ে যায় কোলা-বেঙ্গে,
প্রাণ নিয়ে যায় চিলে
কুয়াশা কাটে না রে কি জ্বালে জড়ালি
টিউবওয়েলে জল আসে না নদী নালা খালি
আমার এমন তোর মনের দোষ গো
(তোর কেমন তোর মনের দোষ গো)
ক্যান্টিনে মরুভূমি খোরা লাগে ক্লাসে
ক্যাম্পাসে প্রীতি আমার ইতি-উতি ভাসে
আমার এমন তোর মনের দোষ গো
তোর মস্তক ঘরে বন বন করে
চোখ জলে খায় রে
আর বৈশাখ- মাসে কম্বল গায়ে
কি হবে উপায় রে
তুই কস্মিক কালে এ হেন
সমস্যায় পরিষ হে রে
প্রীতিরি জালায় খেপা
ভরা-ডুবি যায় রে
ও আমার এমন তোর মনের দোষ গো