কোনো মানে নেই তো – Imran and Nancy
এত দিন মনে মনে
যেই তোমাকে চেয়েছি
অবশেষে আজ আমি
সেই তোমাকে পেয়েছি (২ বার)
আর কোনো চাওয়া নেই..
আর কোনো পাওয়া নেই..
আমার পাশে তুমি এই তো..
ভালোবাসা ছাড়া বেঁচে থাকার
কোনো মানে নেই তো (৪ বার)
দু’চোখের তারাতে
হৃদয়ের পাড়াতে
শুধু তোমার বসত-বাস
তোমার নামে দিলাম লিখে
যত্নে আঁকা
স্বপ্নের নীল আকাশ
আর কোনো আশা নেই..
আর কোনো ভাষা নেই..
জীবন-মরণ তুমি সেই তো..
ভালোবাসা ছাড়া বেঁচে থাকার
কোনো মানে নেই তো (৪ বার)
তোমারই কারণে, হাজার বারণে
হতে পারি বেসামাল
তোমার হাতে হাতটি রেখে
চাই যে আমি, বাঁচতে চিরকাল
আর কোনো আশা নেই..
আর কোনো ভাষা নেই..
জীবন-মরণ তুমি সেই তো..
ভালোবাসা ছাড়া বেঁচে থাকার
কোনো মানে নেই তো
ভালোবাসা ছাড়া বেঁচে থাকার
কোনো মানে নেই তো (৩ বার)