কেনো এ মন অকারণ

কেনো এ মন অকারণ
আমায় কাঁদায় যখন তখন [x২]
ভালোবেসে আমায় ভুলে গেছে কখন
কেনো এ মন অকারণ
আমায় কাঁদায় যখন তখন
কেনো এ মন..

ভুলে গেছে কি করে জানে
আছে সে আমার গানে গানে [x২]
যদি ডাকে, সে আমাকে,
তারেই খোঁজে এ মন
কেনো এ মন অকারণ
আমায় কাঁদায় যখন তখন
কেনো এ মন..

স্মৃতির কি যে যন্ত্রণা
সে তো.. বোঝেনা [x২]

সে আমায়, কেনো কাঁদায়,
হারিয়ে গেছে যে জন
কেনো এ মন অকারণ
আমায় কাঁদায় যখন তখন [x২]
ভালোবেসে আমায় ভুলে গেছে কখন
কেনো এ মন অকারণ
আমায় কাঁদায় যখন তখন
কেনো এ মন..

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *