কেনো এতো হারাবার ভয় – Porshi
কেনো এতো হারাবার ভয়
কেনো মনে সংশয়
ভালোবেসে তোকে দূরে হারাবো
সে তো হবার নয়
কেনো এতো হারাবার ভয়
কেনো মনে সংশয়
ভালোবেসে তোকে দূরে হারাবো
সে তো হবার নয়
বন্ধ হলে চোখের পাতা
অন্ধ যে চারিদিক
বন্যা মনে হন্না হয়ে
হারাই দিক-বিদিক
শুধু তোরে প্রাণ ভরে,
ভালোবাসবো
শুধু তোরে ভালোবেসে,
এই বুকে জড়াবো (x২)
কি যে মায়া তোর মোহেতে
কি যে আকুল করা সে টান
যায় কি থাকা শূন্য দেহে
যদি না থাকে তাতে প্রাণ (x২)
বন্ধ হলে চোখের পাতা
অন্ধ যে চারিদিক
বন্যা মনে হন্না হয়ে
হারাই দিক-বিদিক
শুধু তোরে প্রাণ ভরে,
ভালোবাসবো
শুধু তোরে ভালোবেসে,
এই বুকে জড়াবো (x২)
কেনো এতো হারাবার ভয়
কেনো মনে সংশয়
ভালোবেসে তোকে দূরে হারাবো
সে তো হবার নয়
বন্ধই হলে চোখের পাতা
অন্ধ যে চারিদিক
বন্য মনে হন্না হয়ে
হারাই দিক-বিদিক
শুধু তোরে প্রাণ ভরে,
ভালোবাসবো
শুধু তোরে ভালোবেসে,
এই বুকে জড়াবো (x২)