কেনো এতো আহত হলো মন
কেনো এতো আহত হলো মন
কেনো এতো লুকানো আয়োজন
কোনো প্রয়োজন ছিলো না এমন
তবু কেনো এ গান হতে হয়
কোনো প্রয়োজন ছিলো না এমন
তবু কেনো এ গান হতে হয়..
কেনো এতো আহত হলো মন
কেনো এতো লুকানো আয়োজন
ভালোবাসা কি চায়
বলে নি কেউ আমায়
এক প্রহরে কাছে বা দূরে
আঘাতে রেখে যায়.. (x2)
কেনো আলো হারালো অকারণ
কেনো এতো লুকানো আয়োজন
জলে লেখা দাগে
কেনো আশা জাগে
আমি না বুঝে মরেছি খুঁজে
কেনো এ আবেগে
কেনো এলো হারালো প্রিয়জন
কেনো এতো লুকানো আয়োজন
কোনো প্রয়োজন ছিলো না এমন
তবু কেনো এ গান হতে হয়
কোনো প্রয়োজন ছিলোনা এমন
তবু কেনো এ গান হতে হয়..
কেনো এতো আহত হলো মন
কেনো এতো লুকানো আয়োজন