কেউ না জানুক আমি তো জানি আমি তোমার
স্বপ্নের বালুকায় কেউ কি পা লুকায়
যদি না আসে ভেজা দিন
ইচ্ছের হিমালয় ভয় না কভু খোয়
হৃদয় থাকে অমলিন
কিছু স্বপ্ন, কিছু ইচ্ছে
এই আমায় টেনে নিচ্ছে
তোমার কাছে বার বার
কেউ না জানুক আমি তো জানি
আমি তোমার..
কেউ না জানুক তুমি তো জানি
তুমি আমার.. (x২)
সব লেনা-দেনা হয় না কভু শেষ
আজীবন কিছু কিছুর থেকে যায় রেশ (x২)
ভালোবাসা ফুরায় না
প্রেম কভু হারায় না
অনুভবে থাকে যার যা..
কেউ না জানুক আমি তো জানি
আমি তোমার..
কেউ না জানুক তুমি তো জানি
তুমি আমার.. (x২)
সব জানা শোনার লাগে না পরিচয়
দূর থেকে কারো, কারো ছায়া কথা কয় (x২)
ভালোবাসা ফুরায় না
প্রেম কভু হারায় না
অনুভবে থাকে যার যা..
কেউ না জানুক আমি তো জানি
আমি তোমার..
কেউ না জানুক তুমি তো জানি
তুমি আমার.. (x২)
স্বপ্নের বালুকায় কেউ কি পা লুকায়
যদি না আসে ভেজা দিন
ইচ্ছের হিমালয় ভয় না কভু খোয়
হৃদয় থাকে অমলিন
কিছু স্বপ্ন, কিছু ইচ্ছে
এই আমায় টেনে নিচ্ছে
তোমার কাছে বার বার
কেউ না জানুক আমি তো জানি
আমি তোমার..
কেউ না জানুক তুমি তো জানি
তুমি আমার.. (x২)