কেউ জানুক আর না জানুক – Shusmita Anis & Shoyeb
ফেরারি রাত অনুভবে মিশে
একেলা দিন ভাবি বসে, বসে
এই আমি আজ হারিয়ে যাই
না বলা ভালোবাসায়
তোমার হাসি তোমার কথা
কেনো শুধু ভাবায়…
কেউ জানুক আর না জানুক
এলোমেলি ছবি যে কেনো এ মনে
কেউ বুঝুক আর না বুঝুক
বুঝে নিও রূপে যে তুমি এ প্রাণে (x২)
কেনো হায়, সে যে বুঝে না
মনির কথা আজো শোনে না (x২)
চোলার.. সাথে ছায়া হয়ে
মিশে রব কল্পনাতে
জড়িয়ে আজ খুব যতনে
রেখো মনেরও গহিনে
কেউ জানুক আর না জানুক
এলোমেলি ছবি যে কেনো এ মনে
কেউ বুঝুক আর না বুঝুক
বুঝে নিও রূপে যে তুমি এ প্রাণে (x৩)