কি করে বুঝাই কতো যে কিছু চাই
কি করে বুঝাই কতো যে কিছু চাই
দু চোখে নালিশ বলো কাকে জানাই
জমেছে চিম-চাম ইশারা
চলেছে মন-টন বে-পারা
হয়েছে ভুল-চুক সব হিসেব
ধুলেছে চুপ-চাপ সন্ধ্য রা [x২]
বেহায়া মন.. লুকোতে জানে না
অবদ্ধ চাঁদ মুচকি হাসে
বেয়ালা মন.. মেনেও মানে না
কলের আরাম মাথার পাশে
আলাপি হৃদয় বলে ফেল চুপ কথায়
কে বাড়াবে পা হাত ভেজা রূপকথায়
জমেছে চিম-চাম পথ চলা
হয়েছে মাথা চোখে রঙ খেলা
রয়েছে মোরাদুবি মাঝ পথে
ফিরেছে সন্ধ্যের ফেরিওয়ালা [x২]
বেহায়া মন.. লুকোতে জানে না
অবদ্ধ চাঁদ মুচকি হাসে
বেয়ালা মন.. মেনেও মানে না
কলের আরাম মাথার পাশে..
কি করে তাকাই কাছে নেই বাহন
বুঝে এলো চোখ তারে তুই রোশনাই
জমেছে চিম-চাম আশকারা
এনেছে বৃষ্টির মশকারা
হয়েছে নিজে নিজে মন খারাপ
করেছে ফেরবার মশকারা [x২]
বেহায়া মন.. লুকোতে জানে না
অবদ্ধ চাঁদ মুচকি হাসে
বেয়ালা মন.. মেনেও মানে না
কলের আরাম মাথার পাশে..