কি করে বলি এ হৃদয়ে তুমি যে কি আমার
কি করে বলি এ হৃদয়ে
তুমি যে কি আমার
তোমাকেই চেয়েছি যেন বারেবার
বোঝাবো কি ভাবে আর
তুমি যে আমার এই জীবনের সুখ-বারতা
ছুঁয়ে থাকো তুমি আমায়
ভালোবাসা মায়ায় ঘোমটায়..
যতবার ভাবি তুমি যে আমার
কেঁদে জয় যে হারাবার শঙ্কায়
ওহ.. ভালোবাসা কি এমনি বেথার..
পাশে আছো তবু হারাবার ভয়
পেয়ে হারাবার দুর্ভাবনায়
কেন যে ঘিরে থাকো
কেন যে আমার এই জীবনের
এ কি জোরাতায়
ছুঁয়ে থাকো তুমি আমায়
ভালোবাসা মায়ায় ঘোমটায়..
ভুলে যতো এ মনের দ্বন্দ্ব-টানায়
এসো আজ ছুঁয়ে দেখি যতœায়
ওহ.. ভাবনা যতো ভাষা খুঁজে পায়
জমে থাকা অভিমান ধুয়ে যায়
মেঘ সরিয়ে সোনালি ভোর
ছুঁয়ে যাক তুমি আমায়
চিরদিন তুমি বয়ে এনে সুখ-বারতা
ছুঁয়ে থাকো তুমি আমায়
ভালোবাসা মায়ায় ঘোমটায়..
কি করে বলি আহ্ হৃদয়ে
তুমি যে কি আমার
তোমাকেই চেয়েছি যেন বারেবার
বোঝাবো কি ভাবে আর
তুমি যে আমার এই জীবনের সুখ-বারতা
ছুঁয়ে থাকো তুমি আমায়
ভালোবাসা মায়ায় ঘোমটায় (x2)