কি করে তোমায় বোঝাই
তুমি ছাড়া এ দিনটা বৃথাই
সব কিছু তো যাই ইচ্ছে তাই
কোন কিছুতে মন বসে না
বুকের ভিতর যায় পুড়ে যায়
হো.. ইচ্ছেগুলো নীলছে মেঘে
অনেক দূরে যায় ভেসে যায়
ভালোবাসা.. এমন দোহন
কী করে তোমায় বোঝাই [x২]
ঘুম আসে না চোখের পাতায়
ভাষ্ঠে থাকি ভবনা হাওয়ায় [x২]
ঘুমিয়ে গেলে স্বপ্নে থাকো
আমার দুচোখের তারায়
ভালোবাসা.. এমন দোহন
কী করে তোমায় বোঝাই [x২]
ও.. মন মানে না, কী যেন নাই
ডুবতে থাকি নিঃসন্দেহে [x২]
একটু খানি আড়াল হলে
আমার বুকটা শুধু কেপে যায়
ভালোবাসা.. এমন দোহন
কী করে তোমায় বোঝাই [x২]