কিছু কিছু কিছু কিছু – Subhamita Banerjee
কিছু কিছু, কিছু কিছু
হায় রে কিছু কিছু থেকে যায়
যা কিছু যায় চলে
থেকে যাওয়ার কথা নয়
একদিন সব হারাতে হারাতে
তুমি আমি সেই স্বপ্ন বাড়িতে
তুমি জানালার কাঁচে রাখছো চোখ
আমি নিঃশ্বাস ফেলছি রেলিং-এ
ম্যাগাজিনগুলো দেখছে তোমাকে
ওরা তোমার আঙুল ছুঁলো চায়
দেওয়ালের মাঝে দিয়ে হাতি
দরজার কোনো প্রয়োজন নেই..
আ হা হা…
প্রতি অবকাশে রোদ
ছুঁয়ে যায় পৌঁছে যায়
অনুমতি চায় এ রোদ
গতি পথ বদলে যায়..
কিছু কিছু, কিছু কিছু
হায় রে কিছু কিছু থেকে যায়
যা কিছু যায় চলে
থেকে যাওয়ার কথা নয়
আরো একদিন তোমাকে নিয়ে
চলে যাব সেই স্বপ্ন বাড়িতে
বৃষ্টির দিনে কাদা লাগিয়ে
ফিরবো বাড়ি ছাতা হারিয়ে..
কাঁপছিল তাই ধরা পড়ে নি
কাছে পেয়ে তো জড়িয়ে ধরে নি
খুলে রাখছিল সব শব্দগুলো সব
তবু কেনো কেউ থামতে বলে নি..
আ হা হা…
প্রতি অবকাশে রোদ
ছুঁয়ে যায় পৌঁছে যায়
অনুমতি চায় এ রোদ
গতি পথ বদলে যায়..
কিছু কিছু, কিছু কিছু
হায় রে কিছু কিছু থেকে যায়
যা কিছু যায় চলে
থেকে যাওয়ার কথা নয়
যা কিছু যায় চলে
থেকে যাওয়ার কথা নয়
কিছু কিছু আ…