কিছুটা রহস্য – Anupam Roy & Somlata Acharyya
একদম চোখের সামনে দেখছি
আসল না ইলিউশন
দেখছি যত বাড়ছে তত
লাইফ-এর এই কনফিউশন
একা একা ভাবছি যত
পাচ্ছি না সলিউশন
আমি কি করে কি করি
কি করে কি করি
হট কেক চিজ কেক
গেট মি অপারেট
অসহায় গেঁথে গেছি
গেঁথে গেছি অর্ধেক
জীবনের প্রিসিশন আর
কয়েকটা ডিসিশন
আমায় নিয়ে নিতে হবে
থেয়ার উইল বি নো কনসিলিউশন
থেয়ার উইল বি নো কনসিলিউশন
কিছুটা রহস্য থাকা ভালো
আচমকা ধরা দিয়ে লাগছে বেশ
ভালোবেসে থাক সব কিছু অজানা
লোকে বলে জানার নেই তো শেষ [x২]
ছোট খাট ভাঙা ছোরা
লুকানো নিজেকে
ধরা পড়ে গেলে ব্যথা
লাগে যে বিবেকে
সামনে এসে দাঁড়াই কিংবা
বাক্স বন্দি রাখি
ইজিশাকিন হ্যারি ধরা পড়ে যায়
ফাঁকি আমি কি করে কি করি
কি করে কি করি
আমি কি করে কি করি
কি করে কি করি
কিছুটা রহস্য থাকা ভালো
আচমকা ধরা দিয়ে লাগছে বেশ
ভালোবেসে থাক সব কিছু অজানা
লোকে বলে জানার নেই তো শেষ [x৩]