কাল যে কি হবে কেউ তা জানে না
একটা দুটো সময়ের বোটাম
আজ হাতে হাতে কুঁড়িয়ে পেলাম
একটা দুটো ভালো থাকা হারিয়ে গেলো
হাওয়ায় ভাসে কার ডাক নাম
বন্ধু ভেঙে পেয়েছি মোহর
লুকিয়ে রাখা সোনালি পাথর
একা একা ছড়িয়েছি সারারাত দিন
সাজিয়েছি এই শহর..
কাল যে কি হবে কেউ তা জানে না
সময় তো কোনো চোখ-ই মানে না
হাজারটা রাস্তা ছুটে চলে
হাজার দিকে
জীবন থেমে থাকে না
ছেরে গেলে ছেরে যেতে হয়
তবু যে কেনো একলা হতে ভয়
কিছু.. থাকে পিছু টান
কিছু অভিমান
ফেরার আর হয় না সময়
একটা দুটো পুরোনো চিঠি
কবে বা আমরা ভুলতে পেরেছি
দ্রোয়ার লুকিয়ে থাকে ডাইরির মতো
অতীতের হীন জ্যামিতি
কাল যে কি হবে কেউ তা জানে না
সময় তো কোনো চোখ-ই মানে না
হাজারটা রাস্তা ছুটে চলে
হাজার দিকে
জীবন থেমে থাকে না..[+২]