কালান্তি আমার ক্ষমা করো প্রভু
যার ছবি আঁকা তুলিতে মুছে রং
ভাঙেনি সকাল
মুখ নিচু গাছে বাঁশির সুরে সুরে
সেজেছে রাখাল (x2)
তার রোদ্দুরে পাখিদের মিছিল
আমাকে নিয়ে যায় কোথায়
যে প্রশ্ন ছুঁড়ে দিলে
তার উত্তরে ওড়ে ধুলো..
এক জানালায় বসে বসে
দুচোখে নরম চুলো
কালান্তি আমার ক্ষমা করো প্রভু
পথে যদি পিছিয়ে, পিছিয়ে পড়ি কভু (x2)