কার উষ্ণতায় মন একলা হয়ে যায় হৃদয় সাক্ষর রাখি
কার উষ্ণতায় মন একলা হয়ে যায়
হৃদয় সাক্ষর রাখি
ভিজে হাওয়ায় শরীর নিভে যায়
মন যে বসন্ত পাখি
অবিরত কেনো বুকে খাঁচায়
হৃদয় যন্ত্রণা দেয় (x২)
চুপি চুপি কানে কানে
বলে দিয়ে যায়
হ্যাপি ভ্যালেন্টাইনস ডে
ঘুম ঘুম চোখে স্বপ্ন সাজায়
তোমার হাতে উষ্ণ ছোঁয়া
তুমি আমার আমি তোমার
চিরকালের গান গেয়ে যাই
অবিরত কেনো বুকে খাঁচায়
হৃদয় যন্ত্রণা দেয় (x২)
চুপি চুপি কানে কানে
বলে দিয়ে যায়
ক্যানভাস জুড়ে কতো ছবি
তোমার রঙে রঙীন সবি
আগুন আগুন ভালোবাসায়
উষ্ণ এ মন চাই হতে চাই
অবিরত কেনো বুকে খাঁচায়
হৃদয় যন্ত্রণা দেয় (x২)
চুপি চুপি কানে কানে
বলে দিয়ে যায়
হ্যাপি ভ্যালেন্টাইনস ডে
হ্যাপি ভ্যালেন্টাইন ডে
হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে