কানামাছি খেলে চলেছি
দেখি আমি, দেখি তোমায়
দেখি আমার দুটো-চোখ ভরে
দেব আমি, দেব তোমায়
দেব আমার সব উজাড় করে
ডাকো তুমি, ডাকো আমায়
ডাকো তবু শুনবো না আমি
থাকো তুমি, থাকো দূরে
থাকো নিয়ে তোমার পাগলামি
না পাবে না ছুঁতে আমাকে
না পাবে না ওতো সহজে
না পাবো না ছুঁতে তোমাকে
না পাবো না ওতো সহজে
কানামাছি খেলে চলেছি
মিছি মিছি শুধু সারাটা জীবন
কাছাকাছি যখনি গেছি
মরিচিকা তুমি হয়েছো তখন [x২]