কাটাকুটি খেলা – Anupam Roy
তোর কথা খুব আসছে কানে
আস্তে কথা বল
বেশ তো ছিলি অন্য দেশে
মাখলি কেন জল? (x2)
তোর হাসি খুব পড়ছে মনে
হাসলি কেন বল?
হাসির দমক লাগছে গায়ে
আমার চোখেও জল
আমি তোর উত্তরের আশায়
ঘর-ময় রং মাখিয়ে যাই
তুই সময় পেলে
আমার কথাও ভাব
তুই খালি আমারই বই খাতায়
আবার ভুল করে # কাটাকুটি খেলায়
তোর কিছু বানানো নাম ধরে
আমিও ভুল করে ডেকে ফেলি তোকে
এক-পা দুই-পা ট্রামের মতো
চোখের কাছে আয়
উড়িয়ে দেওয়ার আগেই আমি
আবার হোঁচট খাই
ভোর রাতে তোর জানলা ভেঙে
শব্দ চলাচল
বালির ঘড়ি মুখ ফেরালে
আমার কথা বল
আমি তোর খুব সহজ বুকে
আমারই হাত পুরিয়েছি
তুই সময় পেলে
আমার কথাও ভাব
তুই খালি আমারই বই খাতায়
আবার ভুল করে কাটাকুটি খেলায়
তোর কিছু বানানো নাম ধরে
আমিও ভুল করে ডেকে ফেলি তোকে (x2)