কাছে আয় Lyrics – Chitra – Mouli
মনের গভীরে ছুঁয়ে দেখা তোর মন
ডাকে কাছে আয়,
আয়ে কাছে সারাখন [x২]
শরীর জুড়ে থাকা স্মৃতি
হাতড়াই যখন
ডাকে কাছে আয়ে,
আয়ে কাছে সারাখন
মনের গভীরে ছুঁয়ে দেখা তোর মন
ডাকে কাছে আয়ে,
আয়ে কাছে সারাখন
সন্ধে সকাল একলা থাকার
গন্ধে মুখর পরে রাখার
আদল ফুলের সাদা পাতা
উড়তে থাকে কেমন
ডাকে কাছে আয়ে,
আয়ে কাছে সারাখন
মনের গভীরে ছুঁয়ে দেখা তোর মন
ডাকে কাছে আয়ে,
আয়ে কাছে সারাখন
সারা রাতের অনেক লেখার
গোটা জীবন স্বপ্ন আধার
রঙ হারিয়ে রঙিন ছবি
হয়েছে কালোর সাদা
আমি একলা বড় আজ
কাঁদে তোর জন্য মন
ডাকে কাছে আয়ে,
আয়ে কাছে সারাখন
(চালিয়ে যান…)