কাঁদে বিষ্ণু প্রিয়া গো
কাঁদে বিষ্ণু প্রিয়া গো
শ্রী গৌরাঙ্গ কৃষ্ণ প্রেমে
শ্রী গৌরাঙ্গ কৃষ্ণ প্রেমে
ছেড়ে গেলো ঘর
বিষ্ণুপ্রিয়া শোক-আকুলা
চোখেতে পাথর
কাঁদে বিষ্ণু প্রিয়া গো
কাঁদে বিষ্ণুপ্রিয়া গো
দিনের রবি ঢুলো পাতে..
রাতে নেই যে চাঁদ আর [x২]
নদীর নেমাই বহনে যে
দশ-দিকে আধা
কাঁদে বিষ্ণু প্রিয়া গো
কাঁদে বিষ্ণুপ্রিয়া গো
নিমের তলায় শূন্য আজি..
শূন্য পাড়ার টুল
কে সোনা মধু মধুর
কৃষ্ণ-রাধা বুল
কাঁদে বিষ্ণুপ্রিয়া গো
কাঁদে বিষ্ণু প্রিয়া গো
সোনা অঙ্গের থিরলবনী..
সোনা মুখের কথা
ফুঁকারি কাঁদে বিষ্ণু প্রিয়া
খুঁজে যোথা-তোথা
কাঁদে বিষ্ণু প্রিয়া গো
কাঁদে বিষ্ণুপ্রিয়া গো