কন্যা রে কন্যা রে বাঁকা চুলেতে খোঁপা আর বাঁধো না রে
কন্যা রে, কন্যা রে
কন্যা রে, কন্যা রে
কন্যা রে, কন্যা রে
বাঁকা চুলেতে খোঁপা আর বাঁধো না রে (x২)
ওই চুলেতে জাদু আছে রে
আমার ঘুম আসে না রাতে একলা ঘরে রে
কোনা রে, কোনা রে
বাঁকা চুলেতে খোঁপা আর বাঁধো না রে (x২)
অন্তর ও কারিলা বন্ধু, ঘুম কারিলা
মিথ্যা প্রেমের রঙিন আশা কেনো দেখাইলা
মন দিয়েছি বন্ধু, আমার প্রাণ দিয়েছি
আজ থেকে সবই আমার উজাড় করে ছি
কোনা রে… কোনা রে… আমার
কোনা রে…
কোনা রে, কোনা রে
বাঁকা চুলেতে খোঁপা আর বাঁধো না রে
ওই চুলেতে জাদু আছে রে
আমার ঘুম আসে না রাতে একলা ঘরে রে
কোনা রে, কোনা রে
বাঁকা চুলেতে খোঁপা আর বাঁধো না রে (x২)
শিল্পীঃ শান